সাতপাকে বাঁধা পড়ার আগে নতুন বাড়ি সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ, ঐন্দ্রিলা। নতুন বাড়ি থেকেই এবার ভিডিও শেয়ার করলেন অঙ্কুশ, ঐন্দ্রিলা। যেখানে টলিউডে এই জনপ্রিয় জুটির সঙ্গে দেখা যায় অনীক ধরকেও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হাউস পার্টির বিশেষ ছবি এবং ভিডিও শেয়ার করেন ঐন্দ্রিলা সেন। অনীকের গানের সঙ্গে ওই ভিডিওতে তাঁকে নাচতেও দেখা যায়।
https://www.instagram.com/tv/CKb4la2gkvL/?utm_source=ig_embed&utm_campaign=loading