বড়দিন এবং নতুন বছরের ছূটিতে বিশেষ বান্ধবী ঐন্দ্রিলা সেনের সঙ্গে হিমাচল প্রদেশ বেড়াতে গিয়েছেন অঙ্কুশ হাজরা। হিমাচল ঘুরে অঙ্কুশ-ঐন্দ্রিলা পৌঁছেছেন পঞ্জাবের স্বর্ণ মন্দির দর্শনে। সেখানেই মাথায় ওড়না জড়িয়ে প্রার্থনায় অংশ নেন ঐন্দ্রিলা, আর অঙ্কুশের মাথায় ছিল কমলা রঙের চুন্নি। তাঁদের সঙ্গে দেখা গেল আরও এক দম্পতিকে। হিমাচল ভ্রমণের নানান ছবি ও ভিডিয়ো নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন টলিউডের এই ‘লাভবার্ড’। স্বর্ণ মন্দিরে গিয়েও ছবি পোস্ট করেন তাঁরা। স্বর্ণ মন্দির দর্শনের ছবি পোস্ট করে ঐন্দ্রিলা যা লিখেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় অন্ধকার মুহূর্তে প্রার্থনাই তাঁকে শক্তি জুগিয়েছে। স্বর্ণ মন্দিরের সম্পূর্ণ একটি ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ঐন্দ্রিলা সেন।