নতুন বছর শুরু হওয়ার আগে থেকেই মুক্তি পাচ্ছে অসংখ্য বাংলা ছবি। পরিচালক অরিন্দম শীলের পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি ‘খেলা যখন’। ছবিতে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তীকে। এর আগে ‘গানের ওপারে’, ‘বাপি বাড়ি যা’,ও ‘ক্রিসক্রস’-এ তাদের দুজনকে দেখা গিয়েছিল জুটি বাঁধতে। এবার অরিন্দম শীল পরিচালনায় ‘খেলা যখন’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাদের। অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তীর সাথে থাকবেন সুস্মিতা চট্টোপাধ্যায়ও। ছবিটি চলতি বছরে ১লা জুলাই মুক্তি পাবে। অরিন্দম শীলের পরিচালনায় ‘খেলা যখন’ ছবিটি প্রধানত সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী।