বলিউডের অনেকেই কোভিড ভ্যাকসিন নিতে শুরু করেছেন। সম্প্রতি ভ্যাকসিন নিয়েছেন পরেশ রাওয়াল, সইফ আলি খান, রাকেশ রোশন। এবার সেই তালিকায় নাম লেখালেন অনুপম খের। গতকাল কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন তিনি। টিকাকরণের সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেছেন। ডাক্তারদের এবং ভারত সরকারকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা। অনুপম খের টুইট করে লেখেন, ‘ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম! দেশে টিকাকরণ সম্ভব করার জন্য ধন্যবাদ সমস্ত ডাক্তারদের, স্বাস্থ্যকর্মীদের, বিজ্ঞানীদের এবং ভারত সরকারকে। জয় হো!’