আসতে চলেছে অনুপম খের অভিনীত শর্ট ফিল্ম ‘হ্যাপি বার্থডে’। সে-ই ছবির প্রথম পোস্টার শেয়ার করলেন অনুপম। ক্যাপশনে লেখেন, ‘আমাদের শর্ট ফিল্মের প্রথম লুকটি শেয়ার করে উচ্ছ্বসিত #হ্যাপিবার্থডে! ইতিমধ্যে বেশ কয়েকটি সম্মানীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি নির্বাচিত হয়েছে! আশা করি এটা আপনার ভাল লাগবে!’ ছবিতে অনুপম খের ছাড়াও রয়েছেন আহানা কুমরা। ছবির পোস্টারটি কিছুটা অন্যরকম। পোস্টারে দেখা যাচ্ছে, একটি ঘরে কালো কোট পরে দাঁড়িয়ে আছেন অনুপম খের। মাথায় কালো টুপি। হাতে গোলাপী পোশাক। আর তাঁর ঠিক পিছনে দাঁড়িয়ে আছেন অহনা। দু’জনের লুক একেবারে সোজাসুজি ক্যামেরার দিকে। ‘হ্যাপি বার্থডে’-ছবিটি প্যারিস প্লে ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হওয়ার খবরে অনুপম বলেন, “আমি তরুণ প্রতিভাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। কারণ তাঁরা নিজেরাও উৎসাহী এবং আগ্রহী। এতে নিজেকে উদ্দীপ্ত করা এবং নিজেকে আবারও এক চ্যালেঞ্জের মধ্যে পুনর্জীবিত করতে সাহায্য করে। এই শর্ট ফিল্মটি ভীষণ সুন্দর এবং এটি আমায় অন্যরকম কিছু করার সুযোগ দিয়েছে। আমি আনন্দিত যে ‘হ্যাপি বার্থডে’ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে। গোটা টিমকে অভিনন্দন।”