তিন বছর আগে চার হাত এক হয়েছিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। আজ ‘বিরুষ্কা’-র তৃতীয় বিবাহবার্ষিকী। তবে এই বিশেষ দিনে একে অপরের কাছে নেই তাঁরা। বিরাট রয়েছেন তাঁর ক্রিকেট টিমের সঙ্গে অস্ট্রেলিয়াতে। তাই মন খারাপ অনুষ্কার। সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি শেয়ার করে অনুষ্কা সে কথা জানান। তিনি লেখেন, ‘আমাদের ৩ বছর, এবং খুব শীঘ্রই আমরা তিনজন, মিস ইউ’। বিরাটও তাঁর স্ত্রীকে মনে করে একটি পোস্ট করেছেন । বিয়ের দিনে তোলা অনুষ্কার সাদা-কালো ছবি । বিরাট লিখেছেন, “একসঙ্গে তিন বছর এবং সারা জীবন…”