জানুয়ারি মাসেই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ঘরে এসেছে নতুন অতিথি। এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। নাম রেখেছেন ভামিকা। দেখতে দেখতে মেয়ের বয়সও আড়াই মাস হয়ে গেল । বাবা, বিরাট এর মধ্যেই অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছেন । পিতৃত্বকালীন ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাঁর । এ বার কাছে ফেরার পালা ব্যস্ত মা, অনুষ্কারও । তাই দুধের শিশুকে ঘরে রেখেই কাজে বেরলেন নায়িকা। যদিও এর আগে তিনি জানিয়েছিলেন সন্তান জন্মের পর হয়তো এপ্রিলের শেষে বা মে মাসে ফের ছবির শ্যুটিং শুরু করবেন তিনি । কিন্তু তার অনেক আগেই অনুষ্কাকে দেখা গেল শ্যুটিং ফ্লোরে । তবে কোনও ছবির শুটিং নয়, একটি বিজ্ঞাপনের কাজ দিয়ে সেকেণ্ড ইনিংস শুরু করলেন অনুষ্কা। মাতৃত্বের ছুটি কাটিয়ে অনুষ্কা যে ফের চুটিয়ে ছবি করবেন তার আভাস তিনি ভামিকার জন্মের আগেই দিয়েছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে পরিস্কার বলেছিলেন, “সন্তানের জন্মের পর আমি ফের ছবির শুটিং শুরু করব। বাড়িতে এমন এক সিস্টেম চালু করব যাতে বাড়ি,বাচ্চা এবং কাজের মধ্যে আমি একটা ব্যালেন্স করতে পারি। কাজ আমাকে করে যেতেই হবে। যতদিন বাঁচব, কাজ করে যাব। কারণ অভিনয় আমাকে যেভাবে আনন্দে রাখে , আর কিছুতে আমি সেই আনন্দ খুঁজে পাই না।”