প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন অপারশক্তি খুরানা এবং তাঁর স্ত্রী আকৃতি। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন আকৃতি। হবু বাবা-মাকে নাকি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলি মহলের বহু সদস্য। গত বছরই চন্ডীগড়ে খুরানা পরিবার একটি বিলাসবহুল বাড়ি কেনে। শোনা যাচ্ছে, সন্তানকে সেখানেই বড় করতে চান অপারশক্তি। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি দম্পতি।