এবার পরিচালক উন্নিকৃষ্ণণ ভাস্করণের মলয়ালম ছবি আরাট্টু সিনেমায় ক্যামিও রোলে দেখা যাবে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানকে। প্রায় তিন দশক পর মলয়ালম সিনেমায় কাজ করছেন তিনি। শেষবার ১৯৯২ সালে মলয়ালম ছবি যোদ্ধায় সুর দিয়েছিলেন রহমান। কাকতালীয় ভাবে সেই ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল মোহনলালকে। এবার আরাট্টু। তবে এই ছবিটি ছাড়াও ব্লেসির পরবর্তী ছবি আদুজীবিতমেও সুর দিচ্ছেন রহমান। আদুজীবিথমে মুখ্য চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজকে।আরাট্টু-র ক্ষেত্রে সিনেমার একটি মিউজিক ভিডিওতে মোহনলালের সঙ্গে দেখা যাবে রহমানকে। দিন কয়েক আগে ট্যুইট করে একথা জানিয়েছেন মোহনলাল স্বয়ং। সূত্রের খবর, ইতিমধ্যেই সিনেমার শ্যুটিং শেষ হয়েছে। এ বার রহমানের সঙ্গে মিউডিক ভিডিও শ্যুট করা হচ্ছে। এখন সেই মিউজিক ভিডিওর লোকেশন, সেট ও শ্যুটিং নিয়েই নানা পরিকল্পনা চলছে।