দুলাল দে পরিচালিত ছবিতে গোয়েন্দা হিসেবে হাতেখড়ি দিলেন অভিনেতা জিতু কমল। দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন গায়ক শিলাজিত মজুমদার। জে এস এম এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুহোত্র, লোকনাথ, বুদ্ধদেব, সায়ন ও অনন্যা। টিজারের শুরুতেই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃত্যু কি স্বাভাবিক নাকি ষড়যন্ত্র? সেটা খুঁজতেই কোমর বাঁধেন গোয়েন্দা। মাঝপথে আরও একটা মৃত্যু। ভাল মানুষ ডাক্তারকে কারা যেন খুন করেছে। ক্ষোভ বাড়ে গ্রামের মানুষের মধ্যে। জেদ আরও জোরালো হয়ে ওঠে গোয়েন্দার। কিন্তু গোয়েন্দার গল্প পড়া আর গোয়েন্দাগিরি করা দুটো কী এক বিষয়? সেই প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতেই হবে অনুরাগীদের। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী জুলাইয়ে।