প্লেব্যাক থেকে অবসর ঘোষণা অরিজিৎ সিংয়ের

সঙ্গীতপ্রেমীদের আবেগে নাড়া দিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা এক আবেগঘন বার্তায় অরিজিৎ জানান, তিনি আর নতুন কোনও ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ নেবেন না। তবে অরিজিৎ স্পষ্ট করে দিয়েছেন, তিনি সঙ্গীত থেকে অবসর নিচ্ছেন না। তাঁর কথায়, এই সিদ্ধান্তের পেছনে কোনও ক্লান্তি বা বিতর্ক নয়, বরং ব্যক্তিগত সৃজনশীলতা ও আত্মঅন্বেষণের ইচ্ছাই মূল কারণ। তিনি এখন বাণিজ্যিক চাপ থেকে সরে এসে স্বাধীনভাবে সঙ্গীত শিখতে, অন্বেষণ করতে এবং নিজের মতো করে একজন “ছোট শিল্পী” হিসেবে কাজ করতে চান। বছরের পর বছর বলিউডে একের পর এক সুপারহিট গান উপহার দেওয়ার পর, এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন মূলধারার বাইরে গিয়ে শিল্পীসত্তাকে নতুনভাবে আবিষ্কারের প্রয়াস হিসেবে। অনুরাগীরা আবেগপ্রবণ হলেও, অরিজিতের ভবিষ্যৎ সঙ্গীতযাত্রা নিয়ে আশাবাদী।