বোল্পুরে শুরু হল ‘ ‘কাবাড্ডি কাবাড্ডি’-র শুটিং, অভিজ্ঞতা শেয়ার করলেন অর্জুন

এই মুহুর্তে বোল্পুরে রয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কাবাড্ডি কাবাড্ডি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। ছবিতে অর্জুন ছাড়াও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকার। তাঁদের সঙ্গে আগেও কাজ করেছেন অর্জুন, তবে স্ক্রিন শেয়ারের সংখ্যা ছিল কম। তবে এবার ‘কাবাড্ডি কাবাড্ডি’র সৌজন্যে তাঁদের সঙ্গে কাজ করার বেশি সুযোগ হয়েছে। লালমাটির দেশে ছবির শুটিং শুরু হল। বোলপুরে শুটিং তাঁর কাছে প্রথম নয়। ‘গুপ্তধনের সন্ধানে’, ‘লাভ আজ কাল পরশু’, ‘অভিযাত্রিক’ ছবির শুটিং হয়েছে বোলপুরে। তবে এখনও ইলামবাজারের জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া তাঁর কাছে একেবারে অন্যরকম অভিজ্ঞতা। তপ্ত গরমেও গোটা পরিবেশের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন অর্জুন। একটি ভিডিও পোস্ট করে অর্জুন জানালেন শুটিং শুরুর অভিজ্ঞতা। বোলপুরের তাপমাত্রা এখন ৪০ ডিগ্রি। তাপমাত্রাকে তোয়াক্কা না করে ছবি করার আনন্দে মাতলেন অর্জুন। তিনি বললেন, “শুটিং ব্যাপারাটা অত্যন্ত পরিশ্রমের, ভাল কাজ করতে গেলে ঘাম ঝরাতেই হবে। এটা শুধু সিনেমা বানানোর ক্ষেত্রে নয়…সব কিছুর ব্যাপারেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *