ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে মানুষ যখন নিজেদের প্রিয়জনদের জন্য বিশেষ কিছু করতে চাইছেন, সেই সময় অন্য রাস্তায় হাঁটছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। নিজের পরিচিতির পরিধি বাড়িয়ে অর্জুন তাই সাহায্য করতে চাইছেন অচেনা অসহায় মানুষদের। ১০০ ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসার দায়িত্ব নিজের কাধে তুলে নিলেন অর্জুন কাপুর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে অভিনেতা জানান, ভালবাসার মরশুম শুরু হয়েছে। ক্যানসার পেশেন্ট এইড অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন অর্জুন কাপুর। ওই সংস্থার মাধ্যমেই ১০০ ক্যানসার আক্রান্ত মানুষের চিকিৎসার দায়িত্ব নেন অভিনেতা। কেমোথেরাপি থেকে রেডিওথেরাপি, সংশ্লিষ্ট রোগীদের জন্য যা যা করণীয়, সেই হিসেবে তাঁদের বার্ষিক এক লক্ষ করে আর্থিক সাহায্য করবেন অর্জুন কাপুর। অসহায় মানুষদের জন্য কিছু ভাবতে পেরে এবং করতে পেরে ভাল লাগছে বলেও জানান অর্জুন। লকডাউন মানুষকে অনেক কিছু শিখিয়েছে। এই লকডাউনের জেরে কত মানুষের রুজি রুটিতে টান পড়েছে। এই কঠিন সময়ে যাতে মানুষ একে অপরের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পরেন, সেই কারণেই তাঁর এই চিন্তাভাবনা বলে জানান অর্জুন কাপুর। মানুষের জন্য কিছু করতে পেরে তাঁর ভাল লাগছে বলেও মন্তব্য করেন অভিনেতা।