গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা আশীষ বিদ্যার্থী ও তার স্ত্রী রূপালী। অভিনেতা নিজের ইনস্টাগ্রামের একটি ভিডিও করে জানান দুর্ঘটনা ঘটলেও এখন তারা ভালো আছেন। লাইভ ভিডিও শেয়ার করে আশীষ বলেন, “আমি একটি অদ্ভুত সময়ে লাইভ করছি, শুধু আপনাদের সবাইকে জানানোর জন্য। কারণ আমি এখন দেখছি অনেক নিউজ চ্যানেলে কী কী আসছে। গতকাল আমি আর রূপালী রাস্তা পার হচ্ছিলাম এবং একটি বাইক আমাদের ধাক্কা দেয়। আমরা দুজনেই ভালো আছি। রূপালী পর্যবেক্ষণে আছে। সবকিছু ঠিক আছে, আমি ভালো আছি। ছোটখাটো আঘাত লেগেছে… কিন্তু একেবারে ঠিক আছি।” তিনি ভক্তদের দেখানোর জন্য লাইভের সময় হেঁটে দেখান যে তিনি ভালো আছেন এবং বলেন যে তিনি সুস্থ বোধ করছেন। তিনি আরও বলেন, “শুধু আপনাদের জানাতে চাই, হ্যাঁ, দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আমরা ভালো আছি এবং এটিকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করার কিছু নেই। আমি পুলিশকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে বাইক চালকও জ্ঞান ফিরে পেয়েছে। সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক। আপনাদেরও এটাই জানাতে চেয়েছিলাম। আমরা নিজেদের খুব ভালো যত্ন নিচ্ছি।” ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি এবং রূপালী ভালো আছি… আমরা পর্যবেক্ষণে আছি… কিন্তু ভালো আছি… আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।”