বহু বছর পর ফের পরিচালকের আসনে ফিরলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অশোক বিশ্বনাথন। তাঁর ছবির শুটিংও শেষ। ছবির নাম ‘অন্ধকারে আলো’। ‘অন্ধকারে আলো’ একটি সমাজ-রাজনীতির ছবি। একটি সত্য ঘটনার অবলম্বনেই বোনা হয়েছে ছবির গল্প। পরিচালক জানিয়েছেন ছবিটি দু’টো ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরেই ছবিটি রিলিজ করবে। একটি গ্রামে ডাইনি হত্যা নিয়ে গল্পের কাঠামো বানিয়েছেন পরিচালক। একজন চিকিৎসকের দৃষ্টিভঙ্গি দিয়ে গোটা ঘটনা দেখা হয়। এই চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। তিনিও একজন চিকিৎসক। এছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্ত এবং পরিচালক গৌতম ঘোষকে। মধুমন্তী মৈত্র এই ছবিতে একজন সংবাদ পাঠিকার ভূমিকায় অভিনয় করেছেন। তিনি বলেন, “বাস্তবে আমি যা করি সিনেমাতেও আমি তাই করেছি। বাস্তব আর সিনেমা-বাস্তবের মিশেলে তৈরি হয়েছে আমার চরিত্রটা। প্রসঙ্গত উল্লেখ্য, মধুমন্তী পরিচালকের স্ত্রী।