বলিউডে এল আন্তর্জাতিক সম্মান। ‘সেন্ট ট্রোপেজ মেডেল’-এ সম্মানিত হলেন প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর। প্রতি বছর ফ্রান্সের সেন্ট ট্রোপেজ শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করে সিনেমার শ্রেষ্ঠত্বের জন্যে পুরস্কার দেওয়া হয় বিজেতাদের। সেখানেই এই বছর সম্মানজনক ‘সেন্ট ট্রোপেজ মেডেল’-এ সম্মানিত হয়েছেন বলিউডের স্বনামধন্য পরিচালক-প্রযোজক আশুতোষ গোয়ারিকার।