নতুন ছবির শুটিং শুরু করতে লন্ডনে যাচ্ছেন আয়ুষ্মান

নতুন চরিত্রের কাহিনী নিয়ে আসছেন পরিচালক অনিরুদ্ধ আইয়ার। এটি তাঁর প্রথম ছবি এর আগে তাঁকে দেখা গেছে ‘তনু ওয়েডস মনু রিটার্ন্স’ এবং ‘জিরো’ ছবির সহ পরিচালক হিসেবে। এই প্রথম তিনি ভূষণ কুমারের টি সিরিজ এবং আনন্দ এল রাইয়ের সংস্থা ‘কালার ইয়েলো প্রোডাকশনস’-এর প্রযোজিত ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিতে পরিচালনার কাজ করছেন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা-কে। ছবির শুটিং করা হবে লন্ডনে আর তাঁর জন্যই জানুয়ারির শেষেই তাঁকে যেতে হবে লন্ডনে উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজকেরা। আয়ুষ্মান খুরানা ও বাণী কাপূরের ছবি ‘চণ্ডীগড় করে আশিকি’ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। অভিনেতা আয়ুষ্মান খুরানা তাঁর নতুন নতুন চরিত্র দিয়েই জয় করেন দর্শকদের মন।