কঠোর জিম সেশনের একটি ঝলক শেয়ার করেছেন আয়ুষ্মান খুরানা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে, নজর কেড়েছে নেটিজেনদের। কসরত করার ছবি দিয়ে আয়ুষ্মান ক্যাপশন করেছেন, ‘অন্য ধরনের ছবির জন্য অন্য ধরনের আমি। ছবির প্রস্তুতি চলছে।’ অভিনেতার এমন পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন তাঁর সহকর্মীরা। বলিউড সূত্রে খবর, একজন খেলোয়াড়ের ভূমিকায় পরিচালক অভিষেক কাপুরের পরবর্তী ছবিতে দেখা যাবে আয়ুষ্মানকে। সেটির জন্যই এতটা প্রস্তুতি নিচ্ছেন তিনি।