শুরু হল অভিষেক কাপুর পরিচালিত ‘চণ্ডীগড় কারে আশিকি’ ছবির শুটিং। এই ছবির প্রধান চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ‘চণ্ডীগড় কারে আশিকি’তে প্রধান চরিত্রে অভিনয় করার বিষয়ে সুশান্তের সঙ্গে কথাও হয়ে গিয়েছিল অভিষেক কাপুরের। তবে সুশান্ত আর নেই, তাই এই ছবির জন্য শেষপর্ষন্ত আয়ুষ্মান খুরানাকে বেছে নিয়েছেন অভিষেক কাপুর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ‘চণ্ডীগড় কি আশিকি’ ছবির কাজ শুরু করার কথা জানান আয়ুষ্মান খুরানা। লেখেন, ”প্রথমবার আমার হোমটাউনে শ্যুটিং করছি। অভিষেক কাপুরের প্রেমের গল্প নিয়ে তৈরি চণ্ডীগড় কারে আশিকি-র অংশ হতে পরে খুশি। ছবির প্রযোজক ভূষণ কুমার ও প্রজ্ঞা কাপুর। আমার বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে।”