বি-টাউনে আজ ‘বিগ-ফ্যাট পাঞ্জাবী ওয়েডিং’। ২৪ জানুয়ারি আলিবাগে বসেছে বরুণ-নাতাশার বিয়ের আসর। বরুণ-নাতাশার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছেন করণ জোহর। ‘গেটওয়ে অব ইন্ডিয়া’র সামনে ক্যামেরাবন্দি হলেন করণ। বরুণ-নাতাশার বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ডিজাইনার মণীশ মালহোত্রাকে। সাদা পাজামা, কালো পাঞ্জাবিতে দেখা গেল মণীশ মালহোত্রাকে। বরুণ-নাতাশার বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছেন অভিনেতার বন্ধু জোয়া মোরানি। জোয়ার টি-শার্টে লেখা ‘টিম ভীর’। তাঁর সঙ্গে আরও এক বন্ধুর টি-শার্টে ‘টিম হাম্পটি’ লেখা দেখা গেল। বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন পুরোহিত। খুব সম্ভবত ইনিই বরুণ-নাতাশার বিয়ে দেবেন। বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন বিখ্যাত মেহেন্দি শিল্পী বীণা নাগদা। দেখা গেল পরিচালক শশাঙ্ক খৈতানকে। বরুণ-নাতাশার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুণাল কোহলি মেয়েকে নিয়ে আলিবাগে পৌঁছে গিয়েছেন। গোলাপি রাজকীয় সাজে সেজে উঠেছে অনুষ্ঠানস্থল। সেজে উঠছে অনুষ্ঠানস্থল।