আবার দেখা যাবে একই পর্দায় বনি-কৌশানিকে। আসতে চলেছে রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় নতুন ছবি ‘মরীচিকা’। ছবির প্রযোজক তাঁর নিজের জন্মদিনেই ঘোষণা করলেন তাঁর আগামী ছবি নাম। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বনি সেনগুপ্ত। জানা গেছে, অভিনেতার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ার পেজে সুমিত সাহিলের পরিচালনায় নতুন ছবির পোস্টার শেয়ার করেন অভিনেতা বনি সেনগুপ্তও।