‘লাল সিং চাড্ডা’-র শুটিং শেষে আমির সঙ্গে ছবি পোস্ট করলেন বেবো

দিল্লিতে চলছিল ‘লাল সিং চাড্ডা’-র শুটিং। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন করিনা কাপুর খান। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে একটি ক্ষেতের মধ্যে আমিরের পাশে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। আর ছবির ক্যাপশনে লেখেন, “সব যাত্রার একটা শেষ হওয়া দরকার। ‘লাল সিং চাড্ডা’-র শুটিং শেষ করলাম আমি। কঠিন সময়, প্যানডেমিক, আমার প্রেগন্যান্সি সব মিলিয়ে উদ্বিগ্ন ছিলাম। তবে কোনও কিছুই পছন্দকে দমিয়ে রাখতে পারে না। সব সুরক্ষাবিধি মেনেই আমরা শুটিং করেছি।” ১৯৯৪ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক ‘লাল সিং চাড্ডা’। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি। আর সেই আইকনিক চরিত্রে অভিনয় করছেন আমির খান। করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এছাড়াও ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি। হিন্দিতে এই ছবিটি পরিচালনা করছেন অদভিত চন্দন। ছবির সব কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন করিনা। লেখেন, “এই অসাধারণ যাত্রার জন্য অনেক ধন্যবাদ আমির খান ও অদভিত চন্দন । গোটা টিমকেই ধন্যবাদ ।” কথা ছিল এ বছরের ক্রিসমাসে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’। কিন্তু, বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করা কোনওভাবেই সম্ভব নয় বলেই মনে করছেন নির্মাতারা। তাই ২০২১-এর ক্রিসমাসে ছবিটি রিলিজ় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *