ভূতুড়ে অনুভূতি থেকে হাস্যরস, প্রেম, রোম্যান্স সব স্বাদ নিয়েই হাজির ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’

চমকপ্রদ টিজার নিয়ে হাজির ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। জিনিয়া সেনের গল্প, অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনা দর্শকের মন এর আগেও ভরিয়েছে । এবার একেবারে এক ভিন্ন স্বাদের ছবি নিয়ে হাজির তাঁরা । উল্লেখ্য, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় প্রযোজিত এই প্রথম কোনও হরর কমেডি বড় পর্দায় । ছবিতে ভূতুড়ে অনুভূতি থেকে হাস্যরস, প্রেম, রোম্যান্স সবেরই স্বাদ পাবে দর্শক । ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে বিভিন্ন চরিত্রে আছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক, জয়দীপ মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত প্রমুখ । আগামী 23 জানুয়ারি এই ছবির শুভমুক্তি ।