প্রকাশ্যে এল ‘ম্যাজিক’-এর ট্রেলার

নিজের মায়ার জগতে সকলকে স্বাগত জানালেন অঙ্কুশ। সৌজন্যে তাঁর পরবর্তী ছবি ‘ম্যাজিক’। প্রকাশ্যে এল ছবির ট্রেলার। বাস্তবে অঙ্কুশ ও ঐন্দ্রিলার মিষ্টি প্রেমের কথা হয়ত অনেকেরই জানা। এবার পরিচালক রাজা চন্দ পরিচালিত এই ছবিতেই প্রথমবার রিল লাইফে জুটি বেঁধেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। গোটা ট্রেলার জুড়ে রয়েছে একটা ধোঁয়াশা। রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতে অঙ্কুশকে দেখা যাবে জাদুকরের ভূমিকায়। ট্রেলার দেখেই বেশ বোঝা গেল প্রথমবার অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে চলেছে অঙ্কুশকে। ট্রেলারে অঙ্কুশের মুখেই জানা গেল ”আমার বাবাও একজন জাদুকর ছিলেন। ছোটদের ‘ম্যাজিক’ দেখাতেন। টানাপোড়েনে আমাদের ছোট্ট একটা সংসার। কিন্তু…”। আর এই কিন্তু মধ্যেই কি লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনও সত্যি! ট্রেলার দেখে মনে হল, অঙ্কুশের মনের গভীর লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর কোনও সত্যি। সবশেষে সমস্ত প্রশ্ন একত্রিত হল একটি দৃশ্য ঘিরে, যেখানে একটি ম্যানিকুইনকে সাজিয়ে, তাঁকে নিয়েই ঘুরে বেড়াতে দেখা গেল অঙ্কুশ। তবে ‘ট্রেলার দেখে মনে হাজারও প্রশ্ন উঠে এলেও সমস্ত প্রশ্নের জবাব মিলবে ছবি মুক্তির পর। ছবিতে অঙ্কুশের বাবা-মা’র চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার এবং বিদীপ্তা চক্রবর্তীকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় ম্যাজিকে থাকছেন পায়েল সরকার, পিয়ান সরকার। ম্যাজিক-এর চিত্রনাট্য লিখেছেন অর্নব ভৌমিক। সঙ্গীত পরিচালনা করেছেন ডাব্বু ও স্যাভি।  ‘ম্যাজিক’ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসএসজি এন্টারটেনমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *