প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক । দীর্ঘদিন ধরেই ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা এবং মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী। কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। তিনি ভর্তিও ছিলেন হাসপাতালে। তবে হল না শেষরক্ষা । সোমবার সকাল 8:50 মিনিটে রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । উল্লেখ্য, জাহানারা, লালকুঠি, রাঙা বউ, গোধূলী আলাপ, সোহাগ চাঁদ-এর মতো ধারাবাহিকে দক্ষতার সঙ্গে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী শ্রাবণী বণিক । মায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে অভিনেত্রীর ছেলে সোশাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট শেয়ার করে লেখেন, “ক্যানসার কখনওই শুধু একজন মানুষের লড়াই নয় । এটি ছড়িয়ে পড়ে তাঁর সব প্রিয়জনের জীবনে । যারা পাশে থাকে, যত্ন করে, ভালোবাসে তাদের প্রত্যেকের দিন-রাতকে নতুনভাবে গড়ে তোলে এই রোগ । সময় তখন আর বছর-তারিখে মাপে না, মাপা হয় মুহূর্তে, সাহস-সহনশীলতা আর এগিয়ে যাওয়ার ইচ্ছাশক্তিতে ।” তবে, অভিনেত্রীর সব লড়াই থেমে গেল আজ । তাঁর এই অসময়ে চলে যাওয়াকে মেনে নিতে পারছে না সতীর্থরা ।