ভারতীয় সিনেমার লেজেন্ডারি অভিনেতা গুরু দত্তকে নিয়ে বায়োপিক তৈরি করার ঘোষণা করেছিলেন পরিচালক ভাবনা তলওয়ার। গত বছরের সেপ্টেম্বর মাসের ঘটনা এটি। তবে গুরু দত্তের মেয়ে নীনা মেননের আপত্তি রয়েছে এই বিষয়ে। কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ভাবনাকে আইনি নোটিশ পাঠালেন নীনা। গুরু দত্ত ও গীতা বালির একমাত্র সন্তান নীনা। অথচ বাবার বায়োপিক তৈরির জন্য় তাঁর কাছ থেকে কোনও অনুমতিই চাওয়া হয়নি, অভিযোগ নীনার। শুধু ভাবনা নয়, কোনও প্রযোজন সংস্থা বা স্টুডিয়োর তরফ থেকেও নীনার কাছে এই বায়োপিক তৈরির অনুমতি চাওয়া হয়নি বলে অভিযোগ। একজন টেলিফোন অপারেটর থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মাথা হয়ে উঠেছিলেন গুরু দত্ত। তাঁর অনুপ্রেরণামূলক জীবনের কাহিনি সকলের সামনে তুলে ধরতে চান ভাবনা। ভাবনা জানিয়েছেন যে, তাঁকে কোনও আইনি নোটিশ পাঠানো হয়নি। ভাবনার বক্তব্য যে, সাত বছর ধরে রিসার্চ করে এই স্ক্রিপ্ট লিখেছেন তিনি। তাঁর মনে হয় না যে, এই নিয়ে দত্ত পরিবারের কারও কোনও আপত্তির অবকাশ রয়েছে। এবার নীনা কী করেন সেটাই দেখার।