ছোট ছেলে কাজুকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কৌতুক শিল্পী ভারতী

শুক্রবার ভারতী সিং এবং হর্ষ লিম্বাছিয়ার কোলে এসেছে ছেলে। কমেডি কুইন ভারতী সিং দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন। ইতিমধ্যেই ছেলের নাম প্রকাশ্যে এনেছেন ভারতী। আর এবার খুদেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতী। বুধবার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে সন্তান জন্মের পর অবশেষে বাড়ি ফিরছে ভারতী। গাউনে দেখা গিয়েছে কমেডি কুইনকে। সাদা শার্ট এবং রিপড জিন্স পড়েছিলেন হর্ষ। তাঁর কোলেই ছিল ছোট্ট কাজু। সঙ্গে ছোট্ট গোলাও ছিল। সে অবশ্য মায়ের হাত ধরে ছিল। তাকে সাদা টি শার্ট ও নীল জিন্সে দেখা গিয়েছে।