অতিনাটকীয়তা ছেড়ে বাস্তববাদী এক কাহিনি নিয়ে আসছে ‘ভোর’

ওয়েব দুনিয়ায় শুধুমাত্র বিনোদনমূলক সিরিজ নয়, সমাজ সচেতন সিরিজ তৈরিতে উদ্যোগী হলেন পরিচালক কামাখ্যা নারায়ণ সিংহ। অতিনাটকীয়তা ছেড়ে বাস্তববাদী এক কাহিনি নিয়ে আসছে ‘ভোর’। দেখানো হবে মহাপ্রস্থানের মুসাহার গোষ্ঠীর নারীদের। নতুন শৌচালয় পদ্ধতিতে অনভ্যস্ত তারা। কীভাবে নিজেদের বোধবুদ্ধি দিয়ে নতুন আলোর ভোরকে স্বাগত জানাচ্ছে, তা নিয়েই মূল গল্প। প্রায় দু মাস ধরে ওয়র্কশপ চলবে। প্রযোজক একে সিংহ জানিয়েছেন, খুব রিয়েলিস্টিক আঙ্গিকে ছবি বানানো। ইতিমধ্যে কায়রো ও মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত হয়েছে। সোশাল ওয়র্ক নিয়েই পড়াশোনা করেছেন তিনি। দীর্ঘ সময় জুড়ে তিনি গ্রামে গ্রামে ঘুরে নারীকল্যাণমূলক কাজ করেছেন। গ্রাম্য সমাজে এখনও নারীর সমস্যা একপ্রকার ব্রাত্য। এখনও নারীরাই সমস্যার কথা ঠিকভাবে বলতে চান না। ন্যূনতম স্যানিটেশন বা শৌচাগারও নেই তাঁদের জন্য। অক্ষয়কুমার অভিনীত ‘প্যাডম্যান’ ও ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিতে এই সমস্যাকে তুলে ধরা হয়েছিল। তবু এখনও প্রত্যন্ত গ্রামে শৌচাগার শব্দটা বিলাসিতা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *