একই পর্দায় কি এইবার দেখা যাবে ভূমি পেডনেকর ও অনিল কপূরকে! শোনা যাচ্ছে এক নতুন ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে এই দুজনকে। চলছে ছবির শুটিং শুরু হওয়ার কথা। রিয়া কপূরের প্রযোজনায় এবং করণ বুলানির পরিচালনায় আসতে চলেছে এই ছবি। তবে কোন চরিত্রে অভিনয় করবেন ভূমি পেডনেকর আর অনিল কাপূর তা এখনও জানা যায়নি। সম্প্রতি মুক্তি পেয়েছে ভূমি পেডনেকর অভিনীত ছবি ‘বধাই দো’।