ভালোবাসার সুরে যুগলবন্দিতে হরিহরণ ও বিক্রম ঘোষ

ভালোবাসার সুরে যুগলবন্দিতে ধরা দিলেন সংগীতশিল্পী হরিহরণ ও বিক্রম ঘোষ। প্রেমের মরশুম বা ভালবাসার দিন তো শুধুই ক্যালেন্ডারে আটকে পড়া কোনও নির্দিষ্ট সময় নয়। কোনও একটা মাস বা সময়ে আটকে থাকে না। তা তো চিরন্তন অনুভূতি। সেই অনুভূতির উষ্ণতাতেই আঁচ বাড়িয়েছেন হরিহরণ ও বিক্রম ঘোষ। অ্যালবামের নাম ‘ইশক’। এই অ্যালবামে আছে ৬টি গান। মুম্বইয়ের নিজের স্টুডিওতেই গানগুলি রেকর্ড করেন হরিহরণ। তারপরই চলে আসেন কলকাতায়। সারা শহর ঘুরে ঘুরে চলে ভালাবাসার গানের সুরেলা শুটিং। উত্তর কলকাতার বিভিন্ন লোকেশনে হয়েছে ভিডিওটির শুটিং। ভালবাসা-রাগ-অভিমান, মনের মানুষকে মনের কথা বলতে গান বরাবরই এক বড় আশ্রয়।  রাগে-অনুরাগে যা সহজেই ছুঁয়ে যায় হৃদয়। সেই রকমই একটি গান ‘বাতো বাতো ম্যায়’ উপহার দিয়েছেন হরিহরণ ও বিক্রম ঘোষ। এই গানের কথা লিখেছেন সৌগত গুহ। মোট ৬টি গানের মধ্যে প্রথম গানটিতে দেখা গিয়েছে, সৌরসেনী মৈত্রকে। বিপরীতে রমিত রাজ। এছাড়াও দেখা যাবে টলিউডের আরও দুই সুন্দরী প্রিয়াঙ্কা সরকার, বিবৃতি চট্টোপাধ্যায়কে। পুরো ভিডিওটি শুটিংয়ের নেপথ্যে অরিন্দম শীল। পারকাশন গুরু বিক্রম ঘোষ আর মেলোডি কিং হরিহরণের কণ্ঠের পরশে ভালবাসার নতুন সুর ধরা পড়েছে। সোমবার সুফিস্কোরের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গান। মুক্তির পরেই এই গান শ্রোতাদের ভালবাসার আবেগে ভরিয়ে দিয়েছে। ইতিমধ্যেই এই গানের দর্শক সংখ্যা প্রায় ২ মিলিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *