স্বামী বিরসা ও দুই মেয়েকে নিয়ে মধ্যপ্রদেশ বেড়াচ্ছেন বিদিপ্তা

আপাতত ছুটির মেজাজে মধ্যপ্রদেশ বেড়াচ্ছেন অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী। পরিচালক স্বামী বিরসা দশগুপ্ত ও দুই মেয়ে মেখলা দাশগুপ্ত ও ইদারা দাশগুপ্তকে নিয়ে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। বেড়ানোর নানান মুহূর্ত লেন্সবন্দি করে সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন বিদিপ্তা। পান্নার জঙ্গলে ‘জঙ্গল সাফারি’-তে একটি ভিডিও করেন বিরসা। সেই ভিডিও পোস্ট করেন বিদিপ্তা। পোস্ট করে বিদিপ্তি লিখেছেন, ”পান্নার জঙ্গল, আমরা আর কর্ণাবতী নদী…বেশিরভাগ ছবিই বিরসা বাবু তুলেছেন”। এই ছবিগুলি পোস্ট করে বিদিপ্তা লিখেছেন, ”মাঝখান দিয়ে বয়ে গেছে কেন্ নদী। মধ্যপ্রদেশের ঠিক মাঝখানে ভারতের সবচেয়ে পুরনো জঙ্গলগুলোর মধ্যে একটা, পান্না…”। মধ্যপ্রদেশ চম্বল নদীর তীরের ছবি পোস্ট করে বিদিপ্তা লিখেছেন, ”ফুলনদেবীর সেই জমি, চম্বল নদীতে সূর্যাস্ত”। মধ্যপ্রদেশের ছত্রপুরে রেনেহ জলপ্রপাতের ছবি পোস্ট করে বিদিপ্তা লিখেছেন, ”বর্ষায় এর রূপ ই অন্য। ভয়ঙ্কর সুন্দর। ভেসে যায় চারপাশ। কিন্তু তখন এই rock formation গুলো দেখা যায় না। গ্রানাইট, বেসল্ট, ডলোমাইট আরও কত রকম পাথর জমে naturally তৈরি হয়েছে আমাদের এই দেশীয় Grand Canyon..”।  রাজা বীর সিং দেও-এর তৈরি প্রসাদের ছবিগুলি পোস্ট করে বিদিপ্তা লিখেছেন, ”১৬১৪ সালে ৩৫ লাখ টাকা খরচ করে বুন্দেলখন্ডের রাজা বীর সিং দেও তৈরি করেছিলেন এই প্যালেস টি.. প্রাসাদের প্রতিটি কোণে কোণে কত যে ইতিহাস লুকিয়ে আছে!”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *