৭৮-এর জন্মদিনে সেরা পাওনা পেলেন বিগ-বি, শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়

জীবনের ৭৭টা বসন্ত পার করে ৭৮-রে পদার্পণ করলেন বলিউডের বিগ-বি। বলিউডের শাহেনশা তিনি। তাঁর অভিনয়ের জাদু এবং গম্ভীর ও ব্যারিটন কণ্ঠস্বরে মুগ্ধ গোটা বিশ্ব। তিনি অমিতাভ বচ্চন। তবে এই বছরের জন্মদিনটা একেবারেই অন্যরকম। এ বছরে কিছুটা অন্যভাবেই জন্মদিনের শুরুটা করলেন বিগ-বি। প্রতিবছর জন্মদিনের সকালে জলসার সামনে ভিড় জমান অনুরাগীরা। ওইদিন অনুরাগীদের সঙ্গে বাড়ির বাইরে এসে দেখা করেন বিগ বি। কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে সেই চেনা ছবিটা আজ আর দেখা গেল না। বরং জন্মদিনের শুরুটা করলেন কাজ দিয়েই। টুইটারে একটি পোস্ট করেন বি গি। সেখানে ‘কউন বনেগা ক্রোড়পতি’-র সেটে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবির সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন। সেখানে ডাবিং স্টুডিয়োর মধ্যে ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে। এই ছবির ক্যাপশনে লেখেন, “কাজের জায়গায়…সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কেবিসি-র শুটিং…তারপর এখানে, রেকর্ডিং…মাঝরাত পর্যন্ত…বিনা পরিশ্রমে জীবনে কিছুই পাওয়া সম্ভব নয়। বাবা বলেছিলেন। যতদিন জীবন আছে ততদিন সংঘর্ষ আছে।” তিনি এও লেখেন, “ভালোবাসার এই সম্পদই ১১ তারিখের সেরা পাওনা আমার কাছে। এর থেকে বেশি কিছুই চাইতে পারি না।” সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। আর তাঁদের ধন্যবাদও জানিয়েছেন অমিতাভ। করোনাজয়ী অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বি-টাউনের অনেকেই। টুইটার ট্রেন্ডিয়ের শীর্ষে রয়েছে উঠে এসেছে হ্যাশট্যাগ হ্যাপি বার্থ ডে অমিতাভ বচ্চন। আজ দিন যত গড়াচ্ছে তত বেশি সংখ্যক অনুরাগী টুইট করে শুভেচ্ছা জানাচ্ছে বিগ-বি-কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *