Big Boss 15: মেয়াদ বাড়ল বিগ বসের, উচ্ছ্বসিত বিগ বস সদস্যরা

আরো বড় হতে চলেছে বিগ বস সিজন ১৫-র সফর। ২০২১-এর অক্টোবর-এ শুরু হয়েছিল বিগ বস সিজন ১৫। আর এই বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিগ বস সিজন ১৫-এর গ্র্যান্ডফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শো-এর হোস্ট সলমন খান নিজেই স্পষ্ট জানিয়ে দিলেন বিগ বস সিজন ১৫-র জার্নিতে এখনই ইতি পড়ছে না। তারপরই সলমন খান জানান, “আমার কাছে সুখবর আছে,শো-এর মেয়াদ দু সপ্তাহ বেড়ে গেছে”। বিগ বস সদস্যদের কাছে বিগ বস স্পষ্ট করেন, ” টিকিট টু ফিনালে” জেতার সুযোগ এখনও মিলবে।