দোলের আগেই রং মাখলেন অভিনেতা বিশ্বনাথ বসু। আজ রবিবাসরীয় সেলফি পোস্টে তাঁকে দেখা গেল গালে গোলাপি আবির লাগানো। সাদা পাঞ্জাবি। মুখে চওড়া হাসি। চোখে সানগ্লাস। তবে ছবিতে শুধু বিশ্বনাথ একা নন, রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং মানালি দে। তাঁদের গালে লেগে আছে বসন্তের গোলাপি রঙ। দু’জনেই পরে রয়েছেন বাসন্তী রঙের শাড়ি। ছবি পোস্ট করে বিশ্বনাথ ক্যাপশনে লেখেন বুদ্ধিদীপ্ত ওয়ান লাইনার। তিনি লেখেন—‘মুখার্জিদা ও মুখার্জিদার মধ্যে প্রাক্তনী একেই বলে কালারফুল কপাল’। ‘উইন্ডোজ’ প্রযোজিত ছবি ‘মুখার্জিদার বউ’তে বিশ্বনাথ এবং কনীনিকা, স্বামী-স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন। আবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘প্রাক্তন’ বিশ্বনাথ এবং মানালি হানিমুন পিরিয়ড থেকে ফেরা এক দম্পতির ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই কথা মাথায় রেখেই এই ক্যাপশন দিয়েছেন বিশ্বনাথ।