৬ বছর পুরনো একটি মিম টেনে অভিনেত্রী সায়নীর নামে অভিযোগ দায়ের

লাগাতার টুইট যুদ্ধের পর এবার অভিনেত্রী সায়নি ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন বিজেপি নেতা তথাগত রায়। পুরনো একটি পোস্টের কথা টেনে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর করেছেন তথাগত রায়। এরপর সেই অভিযোগপত্র টুইট করে তথাগত রায় লিখেছেন, আপনার বিরুদ্ধে কলকাতা পুলিসের কাছে অভিযোগ দায়ের হয়েছে। গুয়াহাটির এক ব্যক্তি আমাকে বলেছেন আপনার মিম তাঁর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে এবং তিনিও অভিযোগ দায়ের করছেন। আমি আশা করি অসম পুলিস বিষয়টি বিবেচনা করবে। একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে সায়নির মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয় রাজ্য রাজনীতিতে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে সায়নী বলেছিলেন, যে ভাবে জয় শ্রীরাম স্লোগানটিকে রণধ্বনিতে পরিণত করা হয়েছে, তা ভুল। ঈশ্বরের নাম ভালবেসে বলা উচিত। এর পরেই এক ইউজার টুইট করে আক্রমণ করেন সায়নীকে। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র বাগযুদ্ধে জড়িয়ে পড়েন অভিনেত্রী সায়নি ঘোষ এবং  বিজেপি নেতা তথাগত রায়। এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন তথাগত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *