ববি দেওলের পরবর্তী ছবি ‘লাভ হোস্টেল ‘-এর শ্যুটিং বন্ধ করে হুঁশিয়ারি কৃষকদের

পঞ্জাবের পাতিয়ালায় চলা ববি দেওলের পরবর্তী ছবি ‘লাভ হোস্টেল ‘-এর শ্যুটিং কৃষক বিক্ষোভের ফলে বন্ধ হয়ে গেল। শ্যুটিংয়ের আগে লোকেশনে ক্রু-মেম্বররা তোড়জোড় করছিল। হঠাৎ সেখানে হাজির হন কৃষকদের বিরাট এক দল। ছবির সেটে হাজির হয়ে শ্যুটিং বন্ধ করার নির্দেশ দিয়ে সেটে হাজির থাকা ক্রু-দের যথাসম্ভব সেখান থেকে পাততাড়ি গোটাতে বলে কৃষকদের সেই দল। উপায় না দেখে ‘লাভ হোস্টেল’-এর শ্যুটিং কর্মকর্তারা তাই করে। এরপর স্থানীয় সাংবাদিকদের ওই বিক্ষোভকারী কৃষক দলের তরফে এই ঘটনার ব্যাখ্যা করা হয়। সেই কৃষক দলের এক নেতা জানান যে এই ছবির অন্যতম নায়ক ববি দেওল বিজেপি সরকারের ঘনিষ্ঠ। ববির দাদা সানি দেওল বিজেপি সাংসদ, বাবা ধর্মেন্দ্র বিজেপির প্রাক্তন সাংসদ এবং ধর্মেন্দ্র স্ত্রী হেমা মালিনীও একজন বিজেপি সাংসদ। সেই কৃষক নেতার যুক্তি গত দু’মাস ধরে চলা দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে একটি কোথাও বলতে শোনা যায়নি গোটা দেওল পরিবারের তরফে। কিন্তু আন্তর্জাতিক পপ তারকা রিহানা এই কৃষক আন্দোলনের সমর্থনে একটি ট্যুইট করা মাত্রই সেই ট্যুইটের প্রতিবাদে ফেটে পড়েছেন বিভিন্ন তারকা। এই তারকার তালিকায় রয়েছেন হেমা মালিনীও। স্বাভাবিকভাবেই এই বিষয়টি ভালোভাবে দেখেননি আন্দোলনে সামিল ও সমর্থনকারী কৃষকরা। নিজের বক্তব্যের শেষে ওই বিক্ষোভকারী কৃষক দলের নেতা জোর গলায় হুঁশিয়ারি দিয়ে বলেন,তাঁরা দেওল পরিবারের কোনও সদস্যকে পঞ্জাব এবং  হরিয়ানায় শ্যুটিং করা তো দূরের কথা, ঢুকতে পর্যন্ত দেবে না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *