পরিচালক মৃগদীপ সিংহ লাম্বার পরিচালনায় বড়পর্দায় আসতে চলেছে ‘ফুকরে ৩’। ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েগিয়েছে। বলিউড অভিনেতা পুলকিত সম্রাট এবার শুরু করলেন ছবির শুটিং। রবিবার নিজেই সোশ্যাল মিডিয়ার পেজে তাঁর ছবির শুটিং শুরুর কিছু পোস্ট শেয়ার করেন। ছবিতে বরুণ শর্মা ও মনজোৎ সিংহকেও দেখা গেছে। ছবিতে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, রিচা চড্ডা, আলি ফজলকেও।