Kalki 2898 AD-র প্রমোশনে বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন দীপিকা

এবার বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন দীপিকা পাড়ুকোন। Kalki 2898 AD, এই সিনেমার প্রমোশনে হাজির হন দীপিকা। আর সেখানেই স্পষ্ট হয় অভিনেত্রীর বেবি বাম্প। যা প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন। Kalki 2898 AD, এই ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অমিতাভ বচ্চন এবং প্রভাস। দীপ্পির সঙ্গে ওই দুই তারকাও হাজির হন সিনেমার প্রমোশনে।