ভারতরত্ন ডাঃ আম্বেদকর অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা

২০২০ সালে ভারতরত্ন ডাঃ আম্বেদকর অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই পুরস্কার পেলেন তিনি। পুরস্কার হাতে পেয়ে রিচা বলেন, “আমি খুব খুশি। এই সম্মানটি আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে কারণ যার গডফাদার নেই, তার জন্য প্রতিটি অর্জন খুবই মূল্যবান এবং কঠোর পদক্ষেপের ফলে তা উপার্যন করতে হয়েছে। এটি পুরস্কারটি আমার স্বপ্নগুলিতে সাহস যোগাবে এবং আরও কাজের প্রতি দায়িত্বশীল করে তুলবে। একজন শিল্পীর কাজ বিনোদনের থেকেও বেশি সমাজকে সচেতন করা, সমাজের উন্নতি করা৷” মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি রিচার হাতে এই পুরস্কার তুলে দেন। রাজভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে রিচাকে এই পুরস্কার দেওয়া হয়। এই অনুষ্ঠানে মাত্র ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অভিনেতা সুনীল শেঠিকেও এই পুরস্কারে ভূষিত করা হয়েছিল। লকডাউনের সময় সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন এরা সকলে। রিচার সঙ্গে আরও অনেক তারকা এই সম্মানে ভূষিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *