গোয়ায় উড়ে গেলেন বলিউড লাভবার্ড রণবীর কাপুর এবং আলিয়া ভাট। মুম্বই এয়ারপোর্টে দেখা গেছে রণবীর-আলিয়াকে। অনেকদিন পর একসঙ্গে দেখা গেল যুগলকে। জানা যাচ্ছে, করোনাকালে বিদেশে না গিয়ে, গোয়াতেই ছুটি কাটাবেন বলিউডের এই প্রথম সারির জুটি। আলিয়া এতদিন ব্যস্ত ছিল ‘আর আর আর’ এবং ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র শুটিংয়ে। তাই তাঁকে হায়দরাবাদে থাকতে হয়েছিল। অন্যদিকে রণবীর ছিলেন দুবাইতে। তাই বেশ কিছুটা সময় আলাদা থাকতে হয়েছিল তাঁদের। একটু ফাঁক পেয়েই ছুটি কাটাতে চললেন তাঁরা।