বলিউডের ভাইজান এবার আত্মপ্রকাশ করলেন দক্ষিনি ছবিতে। সদ্য সোশ্যাল মিডিয়ায় বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খানের সাথে দক্ষিনি তারকা চিরঞ্জীবীর একটি ছবি শেয়ার হয়। যেখানে একই পর্দায় দেখা যাবে সলমন-চিরিঞ্জীবিকে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে সেই ছবি পোস্ট করেন। মোহন রাজার পরিচালনায় ‘গডফাদার’ ছবির টিমে সলমন খানকে স্বাগত জানানো হয়েছে। এই ছবির হাত ধরেই তামিল ছবিতে পদার্পন করছেন বলিউডের ভাইজান।