আগামী ১১ মার্চ বিশ্ব কিডনি দিবস। তার আগে মুম্বইতে অঙ্গদানের অনুষ্ঠান করেছিল একটি সংস্থা। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ টিম। এই অনুষ্ঠানে এসেই অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, অয়ন মুখোপাধ্যায় এবং করণ জোহর কিডনি-দানের অঙ্গীকার করেন। রণবীর কাপুর জানিয়েছেন তিনি শুধু কিডনি নন, আরও অনেক অঙ্গই দান করতে চান। রণবীর বলেন, ‘আমার এই অঙ্গদানে একজন বা দু’জন মানুষের জীবন হয়ত অন্যরকম হতে পারে। আপনারাও অঙ্গদানে সবাই এগিয়ে আসুন।’ আলিয়া ভাট নিজে অঙ্গদানের প্রতিশ্রুতি না দিলেও এই মহান উদ্যোগের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘অঙ্গদানের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোটা খুব জরুরি।’