‘ডিকশনারি’-র জন্য লোকেশন দেখতে ফিল্ম সিটিতে ব্রাত্য

এর আগেও মেদিনীপুরের জঙ্গলমহলে একাধিক সিনেমার শুটিং হয়েছে। শুটিং হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সিনেমারও। তবে কোরোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ থাকার পর এই প্রথম ফিল্ম সিটির দরজা খুলে গেল ‘ডিকশনারি’-র জন্য। ব্রাত্য বসুর পরিচালনায় আসতে চলেছে তাঁর পরবর্তী ছবি ‘ডিকশনারি’। সামনের সপ্তাহ থেকেই নাকি শুরু হবে ‘ডিকশনারি’-র শুটিং। কোরোনা আবহের মধ্যেই শুটিং শুরু হবে জঙ্গলমহলে। শুটিংয়ের লোকেশন চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্ম সিটি। শুটিংয়ের আগে ফিল্ম সিটিতে ভালো করে রেইকি করে গেলেন ব্রাত্য। ইতিমধ্যে বোলপুরে কিছুটা শুটিং হয়ে গেছে ‘ডিকশনারি’-র। তারপর কোরোনার কারণে লম্বা বিরতি। ফের পুরোদমে উঠে পড়ে লেগেছে ছবির টিম। ব্রাত্য ছাড়াও এই ছবির অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন এদিন, ছিলেন প্রযোজক এবং আর্ট ডিরেক্টরও। ফিল্ম সিটির শুটিং জোনে রেল স্টেশনের লোকেশন ঘুরে দেখলেন তাঁরা। তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান, আবির চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি ও বাংলাদেশের শিল্পী মোশারফ করিমকেও দেখা যাবে ‘ডিকশনারি’-তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *