বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্য। শাহরুখ খান থেকে সলমন খান কিংবা আলিয়া ভাট বা সঞ্জয় দত্ত, প্রত্যেকেই তাঁর ছন্দ মেনে স্ক্রিনে হাজির হয়েছেন। জনপ্রিয় কোরিওগ্রাফারের পাশাপাশি অতিরিক্ত ওজনের জন্য পরিচিতি পান গণেশ। এবার এক্কেবারে নতুন তূপে হাজির হলেন গণেশ। তিনি প্রায় ৮০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। কপিল শর্মার শোয়ে হাজির হন তিনি। সেখানেই গণেশেই জানান, প্রায় ৮০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন।