আগামিকাল খুলছে সিনেমা হল, দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে আগাম প্রদর্শন আইনক্সে

দীর্ঘ সাত মাস পর আগামিকাল থেকে খুলছে সিনেমা হল। প্রেক্ষাগৃহে দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে আগাম প্রদর্শন হল বারাসত স্টার মলের আইনক্সে। সরকারি স্বাস্থ্যবিধির পাশাপাশি বেশ কিছু বিধি-নিষেধও ঠিক করা হয়েছে হল কর্তৃপক্ষের তরফে। মোবাইল নম্বরের মাধ্যমে মিলবে ই-টিকিট। একটি এসএমএস-এর মাধ্যমে দর্শক চারটি লিঙ্ক পাবেন। এতে থাকবে কি ওয়ার্ড বোর্ড বা এন্ট্রি পাস, ফুড বেভারেজ, সিট নম্বর এবং টিকিটের কপি। এর পর থার্মাল চেকিং, সিকিওরিটি চেকিং, স্যানিটাইজারে হাত জীবাণুমুক্ত হওয়া পেরিয়ে ভিতরে যাওয়ার অনুমতি মিলবে। কারও টেম্পারেচার বেশি থাকলে, সর্দি-কাশি বা দুর্বলতা থাকলে তিনি ভিতরে যাওয়ার অনুমতি পাবেন না। এখানেই শেষ নয়, খাবারেও থাকছে বিশেষ বদল। যেমন, নানা স্বাদের গ্রিন টি, হলুদ, রোগ প্রতিরোধক সবজি সমৃদ্ধ খাবার পরিবেশন করা হবে। সমস্ত খাবারই নিরামিষ। প্যাকেটে মুড়ে রাখা হবে। ক্যাফেটেরিয়ার কর্মীদের হাতে থাকবে গ্লাভস। তাঁরা টিমটে দিয়ে খাবার তুলে দেবেন ট্রে-তে। স্পর্শজনিত সংক্রমণ ঠেকাতে। এখানেও মানা হবে সামাজিক দূরত্ব। সংস্থার রিজিওনাল ম্যানেজার (পূর্বাঞ্চল) অমিতাভ গুহ ঠাকুরতার বলেন, ”সরকারি নির্দেশ অনুযায়ী, ৫০ শতাংশ দর্শক ঢুকতে পারবেন প্রতিটি শো-এ। অর্থাত্‍, ২০০ জনের আসন থাকলেও বসানো হবে ১০০ জনকে। একটি টিকিটও বেশি বিক্রি করতে পারবেন না হল মালিক। পাশাপাশি আমাদের সফটওয়্যারে এমন করেই প্রোগ্রামিং করে রেখেছি যাতে অটোমেটিক্যালি একটি আসন বাদ দিয়ে সিট বুকড হবে। সরকারি নির্দেশিকার সঙ্গে আইনক্স নিজস্ব বাড়তি কিছু সতর্কতা যোগ করছে। দর্শক যাতে নিশ্চিন্তে এন্টারটেইনড হতে পারেন। বক্স অফিস থেকে আইনক্সের ভিতর পর্যন্ত পেপারলেস এবং কনট্যাক্টলেস পরিষেবা দিচ্ছি আমরা।” তবে দর্শকদের জন্য সুখবর যে এত কিছুর পরেও টিকিট বা খাবারের দাম বাড়বে না একটুও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *