খ্যাতিমান সংগীতকার ডাবু মালিক একজন স্বতন্ত্র সুরকার হিসাবে তাঁর প্রথম বাংলা গান “না বলা কথা” প্রকাশ করলেন। নিজের এমডাব্লুএম এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন। আধুনিক বাংলা গানের জগতে তাঁর এই আত্মপ্রকাশ নিয়ে ডাবু মালিক বললেন, ‘আমি সবসময় মেলোডি নির্ভর সংগীতকে পছন্দ করি। এও জানি বাঙালি শ্রোতারা ভালো গানের প্রশংসা করেন। বাংলা গানের ঐতিহ্য রয়েছে এবং বাংলাতে একটি গান তৈরির স্বপ্ন আমার অনেক দিনের।কাজটা খুব চ্যালেঞ্জিং ছিল। আধুনিক বাংলা গানের জগতে আমার তাই আসা।’ গানটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন সৃজিত। গানটি লিখেছেন লিপি। প্রাণবন্ত এই গানটি কলকাতা শহরে চিত্রিত হয়েছে।