এবার বলিউড ভাইজান সলমন খানের পরিবারে করোনা ভাইরাসের থাবা পড়ল! সূত্রের খবর, সম্প্রতি সলমন খানের গাড়ির চালক অশোক করোনা ভাইরাসে আক্রান্ত হন। গাড়ির চালকের পাশপাশি অভিনেতার বাড়ির আরও দুই কর্মী আক্রান্ত হন কোভিডে। তাঁদের বম্বে হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এরপরই সলমন নিজেকে গৃহবন্দি করে ফেলেন। সলমনের পাশাপাশি গ্যালাক্সির অন্য বাসিন্দারাও নিজেদের নিভৃতাবাসে রাখবেন বলে খবর। জানা যায়, সলমনের পাশাপাশি তাঁর পরিবারের অন্য সদস্যরাও নিজেদের ঘরবন্দি করে ফেলবেন শিগগিরই। এরপরই জানা যায়, সলমনের পরিবারের প্রত্যেকের সোয়াব টেস্ট করা হয়। অভিনেতার গাড়ির চালক এবং দুই কর্মী ছাড়া বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে সলমন-সহ তাঁর পরিবারের অন্য সদস্যরা সম্পূর্ণভাবে সুস্থ বলে পাওয়া যায় খবর।