বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন করোনা আক্রান্ত অভিনেত্রী আলিয়া ভাট। আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ হেন অভিনেত্রী নিজের ভাবনা শেয়ার করলেন সোশ্যাল ওয়ালে। বিছানায় শুয়েই আপাতত একেবারে নিভৃতে দিন কাটছে তাঁর। শনিবার সেই অবস্থাতেই নিজের ফ্যানেদের জন্য দু’টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সূর্যস্নাত দুটি সেলফি বিছানায় শুয়েই পোস্ট করেছেন নায়িকা। সেলফি মোডে তোলা ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘যাঁরা স্বপ্ন দেখেন, তাঁরা কখনও জাগেন না’। আলিয়ার ছবির কমেন্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। করোনা আক্রান্ত হয়েও মানসিক ভাবে কতটা দৃঢ় ও পজিটিভ রয়েছেন আলিয়া সে বার্তাই দিয়েছেন অভিনেত্রী।
https://www.instagram.com/p/CNeucdVM4qZ/?utm_source=ig_web_copy_link