৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হলেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা। ২৪ বছর বয়সী এই তরুণী মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছেন। তিনি ১১৫টি দেশের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বছরের বিজয়ী, মিস ওয়ার্ল্ড ২০২২ পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলাওস্কা তার উত্তরসূরি হিসাবে ক্রিস্টিনাকে মুকুট পরিয়ে দেন। জানা গিয়েছে, ক্রিস্টিনা পিজকোভা একজন শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং আন্তর্জাতিক মডেল। মডেল হিসেবে কাজ করার পাশাপাশি আইন ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশেনের দুটি ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন ২৪ বছর বয়সী এই তরুণী। সমাজে সাহায্যের হাত বাড়াতে তিনি ক্রিস্টিনা পিজকো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের মতে, ক্রিস্টিনার সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল তানজানিয়ায় বঞ্চিত শিশুদের জন্য একটি ইংরেজি স্কুল খোলা। এছাড়া তিনি ট্রান্সভার্স বাঁশি এবং বেহালা বাজান।