Darshana Banik; দক্ষিণী ছবিতে বঙ্গ অভিনেত্রী দর্শনা বনিক, সাথে রয়েছেন নাগার্জুন ও নাগাচৈতন্য

বসে রয়েছেন বাবা ও ছেলে পাশাপাশি, সাথে রয়েছে দুজনের মুখেই হাসি। তবে বঙ্গ তনয়া দর্শনা বনিক-ই ওই ফ্রেমের শোভা বাড়িয়েছেন। দুই দক্ষিণী সুপারস্টারের পাশে তার হাসি কাড়ছে দর্শকদের মন। এই প্রথমবার নাগার্জুন ও নাগাচৈতন্য এই দুই দক্ষিণী সুপারস্টারের সাথে কাজ করতে চলেছেন দর্শনা বনিক। ছবিটি একটি কমেডি ছবি। ছবির নাম “বাঙ্গারাজু”। ছবির পরিচালক হলেন কল্যান কৃষ্ণা। ছবিতে একটি অপ্সরার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দর্শনা বনিক-কে।